info@breakingthesilencebd.org
  • জন্মের পরই শিশু দ্রুত শিখতে শুরু করে । শিশুর সুষ্ঠু বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বড়দের ভালোবাসা ও মনোযোগ।
  • শিশুর বিকাশে শিশুর জন্য খেলাধূলা একান্ত ভাবে প্রয়োজনীয়। মা, বাবা ও স্কুলের শিক্ষক শিশুর খেলায় সাহায্য করতে পারে।
  • শিশু অল্পেই জেদ করে, ভয় পায়, সুতরাং খুব ধৈর্য ও সহানুভূতি নিয়ে তার আবেগ অনুভূতির প্রতি সাড়া দিলে সে সুস্থ মন ও মানসিক ভারসাম্য নিয়ে বড় হয়ে ওঠে।
  • শিশু ঘন ঘন বড়দের কাছ থেকে উৎসাহ ও সম্মতি পেতে চায়।
  • যেকোন ধরনের শারিরিক ও মানসিক শাস্তি তার বিকাশের অন্তরায়।
  • শিশু বড়দের অনুকরন করে, সুতরাং বড়রা এমন কোন আচরন তার সাথে করবেন না যাতে সে খারাপ আচরণটি দেখে নিজের মাঝে আত্মস্থ করে নেয়।
  • শিশুর বিকাশের সর্বশ্রেষ্ঠ সহায়ক মা-বাবা ও শিক্ষক
  • শিশুর জীবনের প্রথম বছরগুলোতেই তার স্কুল জীবনের সুশিক্ষার ভিত তৈরি হয়। সুতারাং এদিকটাতেও নজর রেখে তার বিকাশের ভিত্তি তৈরি করতে হবে।
  • শিশুর চাহিদাগুলো তার বিকাশের সহায়ক, এই সহায়তা মা-বাবই দেবেন।
#