info@breakingthesilencebd.org
#
  • শিশুর কথা মনোযোগ দিয়ে শুনলে সে সাধারণত জেদী হয় না।
  • শিশুর মতামত ধৈর্য সহকারে শুনে তাকে সঠিকভাবে বোঝালে সে ঠিক বিষয়টি বুঝতে চেষ্টা করে।
  • শিশুকে মিথ্যা বলার জন্য তিরস্কার না করে বুঝিয়ে বললে সে মিথ্যা বলা থেকে বিরত থাকে।
  • শিশুকে বোঝাতে হবে, খেলার সাথে সাথে তার পড়াশোনা কেন করতে হবে।
  • শিশুর প্রতি কোন রকম কঠিন আচরণ করার আগে নিজের শিশুবেলার কথা স্মরণ করতে হবে।
  • সকল শিশুর প্রতি আচরণ একই রকম হবে।
  • আপনার মানসিক কোন চাপ থাকলে তাকে বুঝিয়ে বলতে হবে কেন আপনি তার কথা গুলো পরে শুনতে চাচ্ছেন।
  • স্নেহ আর ভালোবাসা দিয়ে শিশুর মনকে জয় করাই সবচে সহজ পথ।
  • লেখাপড়া, খেলাধূলা, বিশ্রাম, আদর-যত্ন, সামাজিক ও আধ্যাত্মিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে শিশুর পরিপুর্ণ ও সঠিক বিকাশ সম্ভব।