info@breakingthesilencebd.org
  • সত্যঃ সমাজের সর্বস্তরে শিশু যৌন নির্যাতন ঘটে থাকে এবং সর্বস্তরের শিশুরাই এই নির্যাতনের শিকার হতে পারে।
  • সত্যঃ শিশু যৌন নির্যাতনের যেসব ঘটনার খবর পাওয়া যায়, তাতে দেখা যায় নির্যাতনকারীর অধিকাংশ ক্ষেত্রে দৈহিক আঘাত না করে অন্য পন্থা যেমন মানষিক চাপ সৃষ্টি বা ভয় দেখিয়ে নিপুন ভাবে তার উদ্দেশ্যে সাধন করে থাকে।
  • সত্যঃ দেখা যায় নির্যাতনকারীদের মধ্যে অল্পসংখ্যক মানষিকভাবে অস্বাভাবিক বা নির্বোধ। আপাতঃদৃষ্টিতে নির্যাতনকরীকে চিহ্নিত করা অসম্ভব। নির্যাতনকারী আমাদের যে কেউই হতে পারে, যে সবার সাথে উঠাবসা করছে এবং সুস্থ সামাজিক আচরণ করছে।

সত্যঃ শিশুদেরকে কখনোই যৌন নির্যাতনের শিকার হওয়ার জন্য দোষী করা যাবে না। খুব অল্প বয়সী শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে-এমন কি কোলের বাচ্চা বা নুতন হাঁটতে শেখা শিুশুরাও। শিশুটি দেখতে আকর্ষণীয় বলে যৌন নির্যাতনকারী তার প্রাপ্য শাস্তি থেকে রেহাই পেতে পারে না।